22 C
আবহাওয়া
১:৩৫ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নাটোরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নাটোরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে পানিতে ডুবে প্রাণ হারালো দুই শিশু

বিএনএ, নাটোর : নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টম্বর) দুপুর আড়াইটায় উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঁঐল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া (৭) ও খাদিজা (৬) সম্পর্কে মামাতো-ফুফাতো  বোন।  সাদিয়া ওই গ্রামের শরিফুল ইসলামের  মেয়ে ও খাদিজা ইমরান আলীর  মেয়ে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বড় সাঁঐল টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে  খেলতে গিয়ে  কোনো একসময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই শিশু। পরিবারের  লোকজন অনেক  খোঁজাখুজি করে। তারা বিকেল ৩টার দিকে দুই জনের মরদেহ পানিতে ভাসতে  দেখতে তাদের উদ্ধার করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ