26 C
আবহাওয়া
৪:০৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ চুরি

বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ চুরি

বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে মাছ চুরি

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী দত্তপাড়ায় একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে নিয়ে যাওয়া অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ মাছ চাষী রানা দে জানান, পুকুরের পানিতে বিষ দেয় দুবৃর্ত্তরা। বিষে আক্রান্ত হয়ে মাছ মরে ভেসে উঠলে তা চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধন করে নিয়ে গেছে চোরের দল। পুকুরটিতে ৩৫ হাজার টাকায় মাছের পোনা ফেলা হয়েছিল। এছাড়া পুকুরের খাজনা, খাদ্য ও রক্ষণাবেক্ষণে খরচ হয় ১ লাখ টাকা। এ ঘটনায় শ্রম, সময় ও দুই লাখ টাকার আর্থিক ক্ষতি হয়ে গেছে। স্থানীয়রা জানান, পুকুরে ভেসে ওঠা মরা মাছ পচে দূর্গন্ধ ছড়াচ্ছে।

পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, এলাকার যুবক রানা দে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিল। তার স্বপ্ন ভেঙে দিয়ে চোরের দল। এটি উদ্বেগের বিষয়। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা না নিলে মাছ চাষে আগ্রহ হারাবে মানুষ।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ