বিএনএ, ঢাকা :রাজধানীর কারওয়ান বাজার ডিআইটি মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় বজেন্দ্র চন্দ্র মন্ডল (৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বজেন্দ্র চন্দ্র মন্ডল মুন্সিগঞ্জের বিক্রমপুর উপজেলার বাসিন্দা। বর্তমানে তেজগাঁও রেলগেট কাঠপট্টি এলাকায় থাকতেন।
নিহতের ছেলে বিনয় চন্দ্র মন্ডল জানান, আমার বাবা একজন কাঠ ব্যবসায়ী। আজ তার একটি দরকারি কাজে তেজগাঁওয়ে কারওয়ান বাজার ১ নম্বর ডিআইটি মার্কেটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।