বিএনএ ডেস্ক : ভারতে ভারী বর্ষণে দেয়াল ধসে কমপক্ষে নয় জন মারা গেছেন।উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে স্থানীয় সময় বৃহস্পতিবার ( ১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।এ ছাড়া আহত হয়েছে আরও দুজন।
পিটিআইকে জানায়, কিছু শ্রমিক দিলকুশা এলাকায় একটি আর্মি ক্যাম্পের বাইরে কুঁড়েঘরে বসবাস করছিলেন। প্রবল বৃষ্টির কারণে আর্মি ক্যাম্পের সীমানা প্রাচীর ধসে পড়েছে।এতে ৯ জনের মত নিহত হয়। ধ্বংসস্তূপ থেকে নয়টি মৃতদেহ বের করা হয়েছে এবং একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের জন্য ৪ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ২ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
বিএনএ/ ওজি