বিএনএ ঢাকা: জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে শুক্রবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহামারি শুরুর পর প্রথমবারের মতো দুই সপ্তাহের সফরে দেশের বাইরে যাচ্ছেন তিনি।
১৭ ও ১৮ সেপ্টেম্বর ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে দুদিনের যাত্রা বিরতি শেষে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছুবেন প্রধানমন্ত্রী। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থান করবেন তিনি। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পর নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সংবাদ সম্মেলনে ভার্চ্যুয়ালি কথা বলবেন প্রধানমন্ত্রী। প্রবাসীদের একটি সমাবেশেও একইভাবে বক্তব্য রাখবেন তিনি।
২৫ সেপ্টেম্বর শনিবার ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন শেখ হাসিনা। সেখানে চিকিৎসার ফলোআপ ছাড়াও মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে ভার্চুয়্যালি বৈঠকের সম্ভাবনা রয়েছে তার।
২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়া এবং নিউইয়র্কে প্রবাসীরা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। শেখ হাসিনার বিশ্বনেতা হয়ে উঠার আলোকে নিউইয়র্কের কুইন্সে ওয়ার্ল্ডফেয়ার মেরিনা মিলনায়তনে একটি সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন।
করোনার কারণে এবার কম প্রতিনিধি দল নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী। গণমাধ্যম কর্মীদের সংখ্যাও কম থাকছে। অধিবেশনের ডেস্কেও প্রধানমন্ত্রীর সঙ্গে সীমিতসংখ্যক কূটনীতিক ও পদস্থ কর্মকর্তারা বসবেন। সবখানে শতভাগ স্বাস্থ্যবিধি বজায় থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন প্রতিনিধি দলে একমাত্র মন্ত্রী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন। এছাড়াও, প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, অটিস্টিক আন্দোলনের নেতা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপসহ প্রধানমন্ত্রীর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন বলে জানা গেছে।
৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা। ফিনল্যান্ডে যাত্রা বিরতির পর ১ অক্টোবর দেশে ফিরবেন তিনি।
উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রায় দুই বছর পর এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। গত বার জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দেয়া হয়নি। অবশ্য সে অধিবেশন ভার্চুয়ালি হয়েছে। জাতিসংঘে ১৭ বার ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ১৮তম বারের মতো জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা।
বিএনএনিউজ/আরকেসি