25 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » পাপন পদত‌্যাগ করতে রা‌জি!

পাপন পদত‌্যাগ করতে রা‌জি!


স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে রা‌জি আছেন নাজমুল হাসান পাপন। বিসিবির এক শীর্ষ পরিচালককে তিনি দেশের বাইরে থেকে ফোনে এই ইচ্ছার কথা জানিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শেখ হা‌সিনার পদত‌্যা‌গের পর গোপ‌নে  নাজমুল হাসান পাপন যুক্তরা‌জ্যে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে বোর্ডের যে কয়জন পরিচালক সক্রিয় আছেন, বৃহস্প‌তিবার(১৫ আগস্ট) তাঁদের ৭–৮ জন বর্তমান পরিস্থিতিতে নিজেদের করণীয় ঠিক করতে আলোচনায় বসেছিলেন।

সেখানেই একজন পরিচালক সভার সবাইকে নাজমুল হাসানের এই ইচ্ছার কথা জানান। যা‌কে ব‌্যক্তিগতভা‌বে  পাপন ফোন ক‌রে‌ছি‌লেন।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ