15 C
আবহাওয়া
৬:০৮ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com

সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা আটক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ১৭

তাকে ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেন। তবে আটক ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

হুমকি পাওয়া এস এম মোস্তফা জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক ও হৃদরোগ বিভাগের অধ্যাপক।

মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় করা জিডিতে তিনি উল্লেখ করেন, সাঈদী বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি তাকে জড়িয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে অপপ্রচারও করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট তিনটি ফেসবুক গ্রুপ, পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক উল্লেখ করেন তিনি।

বিএনএনিউজ/ এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ