17 C
আবহাওয়া
৬:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » কুবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ আগস্ট

কুবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩০ আগস্ট


বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্নাতক প্রথমবর্ষের ক্লাস কার্যক্রম ৩০ আগস্ট থেকে শুরু হবে। সোমবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বুধবার  (১৬ আগস্ট) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মাহমুদুল হাছান বলেন, ‘চতুর্থ মাইগ্রেশনের ফলাফল ২০ আগস্ট প্রকাশ করা হবে। এ মাইগ্রেশনের ভর্তি চলবে ২১ ও ২২ আগস্ট পর্যন্ত। সভায় চূড়ান্ত ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ ও ২৮ আগস্ট। এরপর ৩০ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।’

ভর্তি পরীক্ষা কমিটির সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আসাদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইউনিটের সমন্বয়ক এবং বিভিন্ন উপ-কমিটির আহ্বায়করা।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১ হাজার ৩০ টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০টি; ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৪৪০টি ও ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি।

বিএনএ/আদনান, এমএফ

Loading


শিরোনাম বিএনএ