28 C
আবহাওয়া
২:০৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » সিদ্ধান্ত ছাড়াই প্রথম বৈঠক; চা শ্রমিকদের সাথে দ্বিতীয় বৈঠক ঢাকায়

সিদ্ধান্ত ছাড়াই প্রথম বৈঠক; চা শ্রমিকদের সাথে দ্বিতীয় বৈঠক ঢাকায়

চা শ্রমিকদের সাথে বুধবার ঢাকায় বৈঠক

বিএনএ ডেস্ক: ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান চা-শ্রমিকদের ধর্মঘট নিরসনে শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। তবে কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সেই বৈঠক।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম দপ্তরের সম্মেলনকক্ষে চা-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে বুধবার ঢাকায় দুই পক্ষকে নিয়ে আলোচনা করবে শ্রম অধিদপ্তর।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন চা-বাগান শ্রমিক ভবিষ্যৎ তহবিলের নিয়ন্ত্রক (উপসচিব) শেখ কামরুল ইসলাম, পরিচালক মো. গিয়াস উদ্দিন, মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহীনা আক্তার, হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ সাদিকুর রহমান, হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন) শৈলেন চাকমা, সিলেট এনএসইআই যুগ্ম পরিচালক বজলুর রহমান, উপপরিচালক দাদন মুন্সী, বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ নাহিদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার এবং শ্রম কর্মকর্তা মোসাহিদ চৌধুরী।

চা-শ্রমিক নেতাদের মধ্যে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরাগ বারই, সভাপতি মাখন লাল কর্মকার, সহসভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দিসহ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন ভ্যালির নেতারা উপস্থিত ছিলেন।

দুপুরের বিরতি দিয়ে বিকেলে আবার আলোচনায় বসেন তাঁরা। সেখানেও কোনো সিদ্ধান্তে না পৌঁছাতে পেরে দুই পক্ষকে নিয়ে ঢাকায় সভা করার সিদ্ধান্ত নেন মহাপরিচালক।

সভায় চা-শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন সমস্যা শ্রম অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তুলে ধরেন। সভায় শ্রমিক নেতারা বলেন, চা-শ্রমিকেরা ১২০ টাকা মজুরি দিয়ে কোনোরকমে খেয়ে না খেয়ে সংসার চালাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকেরা হিমশিম খাচ্ছেন।

এদিকে ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটের মঙ্গলবার চতুর্থ দিন সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন চা-শ্রমিকেরা। এর আগে মজুরি বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি ইউনিটের নেতারা। রোববার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলা স্মারকলিপি জমা দেন তাঁরা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ