19 C
আবহাওয়া
৭:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গামাটিতে পাহাড় কাটায় জরিমানা

রাঙ্গামাটিতে পাহাড় কাটায় জরিমানা

ভ্রাম্যমান আদালতে

বিএনএ, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় পাহাড় কাটার দায়ে একব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার ইসলামপুরে অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, ইসলামপুরে সড়কের পাশে পাহাড় কাটার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় পাহাড় কাটার অপরাধে  শাহাজান নামে একব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযানকালে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ