18 C
আবহাওয়া
২:২৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

ধামরাইয়ে বাসচাপায় অটোরিকশা চালক নিহত

বাঁশখালীতে অটোরিক্সার ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

বিএনএ, সাভার: ঢাকার ধামরাইয়ে দ্রুত গতির নীলাচল পরিবহনের চাপায় মোঃ ইসমাইল হোসেন (৪২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসমাইল হোসেন ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের মোঃ নাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, দুপুরের দিকে কালামপুরগামী একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয় ঢাকার দিক থেকে আসা নীলাচল পরিবহনের ওই বাসটি। এসময় গুরুতর আহত হন অটোরিকশা চালক। পরে উদ্ধার করে রাজধানীর নিউরো সায়েন্স মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত নীলাচল বাস ও অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে।এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিএনএ/ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ