24 C
আবহাওয়া
১:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিএনএ, বিশ্বডেস্ক : অবশেষে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারানোর পর সোমবার (১৬ আগস্ট) তিনি পদত্যাগ করেন। এর মধ্যদিয়ে তার ১৭ মাসের শাসনের অবসান ঘটলো।

একই সঙ্গে মুহিউদ্দিন ইয়াসিন নতুন এক রেকর্ড গড়েছেন। সেটি হলো এ যাবতকালের মধ্যে মালয়েশিয়ায় সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি। ড. মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করলে মুহিউদ্দিন ইয়াসিন ২০২০ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। কিন্তু ক্ষমতা গ্রহণের সময় থেকেই তিনি তোপের মুখে ছিলেন। ২২২ আসনের সংসদে সামান্য ব্যবধানে তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল। তবে করোনাভাইরাসের দোহাই দিয়ে তিনি সংসদের অধিবেশন ডাকা কৌশলে এড়িয়ে যান।

কিন্তু সম্প্রতি জোট সরকারের বৃহত্তম দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এতে মুহিউদ্দিনের ক্ষমতায় থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। উপায়হীন হয়ে তিনি সংসদে আস্থা ভোটে যান কিন্তু সেখানে পরাজিত হন।(পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ