19 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিনহা হত্যা মামলা,সাক্ষ্য গ্রহণের তারিখ পুন:নির্ধারণ

সিনহা হত্যা মামলা,সাক্ষ্য গ্রহণের তারিখ পুন:নির্ধারণ

সিনহা হত্যা: বন্ধ হবে ক্রসফায়ার

বিএনএ কক্সবাজার: অবসরপ্রাপ্ত মেজর  সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পুন:নির্ধারণ করেছে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। এই মামলার বাদীসহ ১৫ জন সাক্ষীকে আগামি ২৩, ২৪ ও ২৫ আগস্ট স্বাক্ষী দিতে নোটিশ জারি করা হয়েছে।

সোমবার (১৬ আগস্ট)  সিনহা হত্যা মামলার স্বাক্ষগ্রহণের তারিখ পুন:নির্ধারণ করে এক আদেশ জারি করেন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

সোমবার আলোচিত এই মামলার অভিযোগ গঠন ও ৬ আসামির জামিন শুনানি ছিল। শুনানি চলে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত । এতে উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য উপস্থাপন শেষে  আগামি ২৬, ১৭ ও ২৮ জুলাই ১০ সাক্ষীর জবানবন্দি গ্রহণের আদেশ দেন বিচারক।

আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি এড ফরিদুল আলম সংবাদ মাধ্যমকে জানান, গত জুলাই মাসের ২৬, ২৭ ও ২৮ তারিখ এই মামলার স্বাক্ষগ্রহণের তারিখ নির্ধারণ ছিল। করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনের কারণে হাইকোর্টের নির্দেশে সারাদেশের মতো কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে। একারণে ওই তারিখে চাঞ্চল্যকর এ হত্যা মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হতে পারেনি। গত ১১ আগস্ট থেকে লকডাউন তুলে নিলে আদালতের কার্যক্রম শুরু হওয়ায় ২৩, ২৪ ও ২৫ আগস্ট নতুন করে এই মামলার স্বাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য্য করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। ওই তারিখে বাদীসহ স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শুরু হবে।

গত বছরের ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশীকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাখেদ খান।

এ ঘটনায় গত ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় পুলিশ সদস্যকে।

মামলাটির তদন্ত করার জন্য র‌্যাবকে দায়িত্ব দেয় আদালত । এরপর গত ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন প্রধান আসামি লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৭ পুলিশ সদস্য। পরবর্তীতে সিনহা হত্যার ঘটনায় জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে পুলিশের দায়ের মামলার ৩ জন সাক্ষী এবং শামলাপুর চেকপোস্টের দায়িত্বরত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ৩ সদস্যকে গ্রেফতার করে র‌্যাব।

এছাড়া, একই অভিযোগে পরে গ্রেফতার করা হয় টেকনাফ থানা পুলিশের সাবেক সদস্য কনস্টেবল রুবেল শর্মাকেও।মামলায় গ্রেফতার হওয়া ১৪ আসামিকে  বিভিন্ন মেয়াদে রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা। পরে ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী সংস্থা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ