29 C
আবহাওয়া
৯:২৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ১৪ জেলায় করোনায় ৭৪ জনের মৃত্যু

১৪ জেলায় করোনায় ৭৪ জনের মৃত্যু


বিএনএ ডেস্ক : দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনায় ১৪ জেলায় ৭৪ জন মারা গেছে। সোমবার (১৬ আগস্ট) সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশের ১৪ জেলায় করোনা ও উপসর্গে ৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ পর্যন্ত পাওয়া দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো।

বরিশাল:বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৫ জন। এর মধ্যে ২ জন ছিলেন করোনা পজিটিভ। বাকিরা নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ৫ জনের মধ্যে বরিশালের ২ জন, পটুয়াখালীর ২ জন ও পিরোজপুরের একজন।

কুষ্টিয়া:কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশরাফুল আলম। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৪২ জন করোনায় আক্রান্ত রোগী ও ৪৫ জন উপসর্গ নিয়ে মোট ১৮৭ জন ভর্তি রয়েছেন।

চাঁদপুর:চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনই নারী। চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আক্রান্ত হওয়ার অনেক পরই স্বজনরা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। সেই পরিস্থিতিতে রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা।

ময়মনসিংহ:ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মৃত্যুবরণকারীদের মধ্যে ময়মনসিংহের ৮ জন, নেত্রকোনার ৩ জন, জামালপুর ও টাঙ্গাইলের একজন করে রয়েছেন।

এ ছাড়া পঞ্চগড়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।কি‌শোরগ‌ঞ্জে গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় আরও ২ জ‌নের মৃত্যুর খবর পাওয়া গেছে।কুমিল্লায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন,খুলনায় ৭ জন,বগুড়ায় ৬ জন, রংপুরে ১ জন, ফরিদপুরে ৪ জন, চুয়াডাঙ্গায় ৩ জন মারা গেছে ।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ