27 C
আবহাওয়া
১০:৪৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ৫ মিনিটে শাকিরার আয় সাড়ে ২৩ কোটি!

৫ মিনিটে শাকিরার আয় সাড়ে ২৩ কোটি!


ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক পুরোনো। ২০০৬ বিশ্বকাপের থিম সঙে কণ্ঠ দিয়েছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ও ছিল তাঁরই গাওয়া। সেবার স্টেডিয়ামে তাঁর পারফরম্যান্সের কথা মনে রেখেছেন অনেক দর্শক। পরের বিশ্বকাপেও ছিল শাকিরার গান। কিন্তু লাতিন আমেরিকার গায়িকা হয়েও ফুটবলের সবচেয়ে পুরনো আসর কোপা আমেরিকায় কখনও পারফর্ম করেননি এই পপ তারকা।

YouTube player

যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আসরের ফাইনালের মাঝবিরতিতে জমকালো আয়োজন হরহামেশাই দেখা যায়। দেশটির জাতীয় ফুটবল লিগের (এনএফএল) চ্যাম্পিয়নশিপ ম্যাচ হিসেবে পরিচিত সুপার বোলে তো এ ধরনের আয়োজন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার কোপা আমেরিকার ফাইনালের বিরতিতে মঞ্চ মাতালেন পপ তারকা শাকিরা ইসাবেল মোবারক। ৫ মিনিটের বেশি সময় ধরে নিজের ‘হিপস ডোন্ট লাই, ওয়াকা ওয়াকাসহ কয়েকটি গানে নেচেছেন কলম্বিয়ান এ তারকা। ৪৭ বছর বয়সি দুই সন্তানের ‘মা’ এই পপ তারকা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন তিনি বুড়িয়ে যাননি। সতেজ ও ফিট আছেন!

আর্জেন্টাইন সাংবাদিক হুয়ান এতচেগোয়েনের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, ২০২৪ কোপা আমেরিকা ফাইনালে নেচে-গেয়ে বড় অঙ্কের অর্থ পাচ্ছেন শাকিরা। ফাইনালে ৫ মিনিটের মতো পারফর্ম করে ২ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছেন শাকিরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ২৩ কোটি টাকা।

প্রসঙ্গত, এবারই প্রথমবার কোপার কোনো ফাইনালে খেলার বিরতিতে মিউজিক শো উপস্থাপন করা হয়। আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ফাইনালে সোমবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়াম কর্তৃপক্ষ পড়ে মহাবিড়ম্বনায়। ম্যাচ শুরুর আগে টিকিটবিহীন দর্শকের বিশৃঙ্খলায় দুই দফা পেছানোর পর বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় ফাইনাল শুরু হয়।

অতি উৎসাহী দর্শকরা নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠায় নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। শাকিরা পারফর্ম করার আগ অবধি শিরোপা ফয়সালার ম্যাচ গোলশূন্য ড্র থাকে। দুঃখের ব্যাপার একটাই, তাঁর দেশ কলম্বিয়া ফাইনালে হরে গেছে, চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

সৈয়দ সাকিব/হাসনা


শিরোনাম বিএনএ