20.7 C
আবহাওয়া
৪:৫৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

রাজধানীতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

dmp

বিএনএ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ও পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ-হামলার আশঙ্কায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। সোমবার (১৫ জুলাই) হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের ঘটনায় এই প্রস্তুতি নেওয়া হয়।

আগামীকাল বুধবার (১৭ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিশেষ করে এর আগে এই ধর্মীয় উৎসব ঘিরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। এর পর থেকে এই দিবস ঘিরে হামলার আশঙ্কা করে বাহিনীগুলো।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের ভাষ্য, কয়েকটি কারণে সামনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তবে সব ধরনের পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিয়েছে পুলিশ ও র‌্যাব। গতকাল সন্ধ্যায় বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে।

রাতেও বিভিন্ন ছাত্রাবাসে তল্লাশি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের আটটি ক্রাইম বিভাগের প্রতিটি থানা এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সুযোগ নিতে পারে দুর্বৃত্তমনা লোকজন। এরই মধ্যে সাধারণ ছাত্রদের উসকিয়ে দিয়ে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) হাবিবুর রহমান বলেন, ‘আদালতের আদেশ না মেনে কোটা আন্দোলনের নামে যদি কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালাতে চায়, সে যে-ই হোক, তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে।’

এ সময় আদালতের নিয়ম মানতে সবাই বাধ্য উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, কোটা সংস্কার সম্পূর্ণ আদালতের বিষয়। সুতরাং আদালত যে আদেশ দেবেন সেই আদেশের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং মেনে নেওয়া প্রতিটি নাগরিকের কর্তব্য।

আশুরা ঘিরে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি

ডিএমপি কমিশনার বলেন, বুধবার পবিত্র আশুরা। সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। ঢাকায় যেসব ইমামবাড়া রয়েছে, এরই মধ্যে সেসব জায়গায় ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। অনুষ্ঠানে যারা আসবেন প্রত্যেককে চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করতে হবে।

তিনি আরো বলেন, হোসেনি দালানের আশপাশের উঁচু ভবনের ছাদে সাদা পোশাকে ও ইউনিফর্মধারী পুলিশ থেকে অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাজিয়া মিছিলের সামনে, পেছনে পুলিশি নিরাপত্তা থাকবে। সমগ্র অনুষ্ঠানস্থল সিসিটিভির আওতায় রাখার পাশাপাশি সাইবার প্যাট্রলিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীদের ছুরি, চাকু বা কোনো ধরনের দাহ্য পদার্থ না নিয়ে আসার অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে দুর্ঘটনা এড়াতে পতাকার স্ট্যান্ড যেন বেশি লম্বা না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। আশা করি, সবার সমন্বিত প্রচেষ্টায় সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পবিত্র মহররমের সব অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ