26 C
আবহাওয়া
১:০০ অপরাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ইঁদুর মারার বিষে স্কুলছাত্রীর আত্মহত্যা

ইঁদুর মারার বিষে স্কুলছাত্রীর আত্মহত্যা


বিএনএ, ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে মায়ের সঙ্গে অভিমান করে ইঁদুর মারার বিষ খেয়ে সানজিদা পারভিন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।রোববার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সানজিদা পারভিনের বাবা হচ্ছে  আল-আমিন। পরিবারে সঙ্গে কামরাঙ্গীরচর পূর্ব রসূলপুর ৬ নম্বর গলির নাসিরের বাড়িতে থাকত তারা। স্থানীয় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পারভিন। এক ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় সে।

হাসপাতালে মৃতের মা জলি বেগম ও বাবা মো. আল-আমিন জানান, আজ রোববার ভোরের দিকে পরিবারের সদস্যরা দেখতে পান রুমের ভেতর ছটফট করছে সানজিদা। তার নাক মুখ দিয়ে লালা ঝরছে। তখন তাকে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে বাসায় থাকা ইঁদুর মারার বিষ খেয়েছে বলে ধারণা তাদের। সে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। সেই জন্য তাকে রাতে বকাঝকা করলে তার রুমে ঘুমাতে যায়। আজ ভোরে সে কীটনাশক খেয়ে থাকতে পারে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ