21 C
আবহাওয়া
৮:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কিশোর গ্যাং লিডারসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে কিশোর গ্যাং লিডারসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে কিশোর গ্যাং লিডার মো. শাহ আলম ফাহিম প্রকাশ রিং ফাহিম (২০)সহ দুইজন গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) গভীর রাতে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ আজিজ কোর্টের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আরেকজন হলেন তার সহযোগীসহ মো. জাহিদ (১৯)। ফাহিমের নামে একটি মামলা রয়েছে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

ফাহিম ডবলমুরিং থানার তালিকাভুক্ত কিশোর অপরাধী। নিজে রিং গ্রুপ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছে। তিনি ওই গ্রুপের প্রধান।  এলাকায় তাকে রিং ফাহিম নামে পরিচিত। রিং গ্রুপ বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাস সৃষ্টি করে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ