25 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজ হোটেলের দুই কর্মচারী ট্রাকচাপায় নিহত

রাজ হোটেলের দুই কর্মচারী ট্রাকচাপায় নিহত

ট্রাকচাপায় মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার সামনে ট্রাকচাপায় রাজ হোটেলের দুই কর্মচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাকির হোসেন (৩০) ও শাকিল আহমেদ (১৫)।

পল্টন থানার এসআই আশরাফ হোসেন জানান, ডাস্টবিনে ময়লা ফেলে ফেরার সময় রাজ হোটেলের  কর্মচারী জাকির ও শাকিলকে একটি ট্রাকচাপা দেয় । এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করেছে।

রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির হোটেলে অনেকদিন ধরে কাজ করতেন। বর্তমানে তারা হোটেলেই থাকতেন।

বিএনএনিউজ২৪/আজিজুল/আমিন

Loading


শিরোনাম বিএনএ