বিএনএ বিশ্বডেস্ক :ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানের সঙ্গে সব সীমান্ত অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান।সোমবার (১৬ জুন) পাকিস্তানের প্রাদেশিক কর্মকর্তারা ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়ার এই তথ্য জানিয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়, ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেন, পাঁচটি জেলা – চাঘি, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ এবং গোয়াদরের সীমান্ত সুবিধা স্থগিত করা হয়েছে।
আতাউল মুনিম নামে চাঘাই জেলার এক সীমান্ত কর্মকর্তা বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৭০ জন নারী ও শিশু।
বিএনএ/ওজি