29 C
আবহাওয়া
১২:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ভারত বাংলাদেশ সংহতি পুরস্কার পেল নৈনামিক ব্যান্ড

ভারত বাংলাদেশ সংহতি পুরস্কার পেল নৈনামিক ব্যান্ড

ভারত বাংলাদেশ সংহতি পুরস্কার পেল নৈনামিক ব্যান্ড

ভারত বাংলাদেশ সংহতি পুরস্কার পেল নৈনামিক ব্যান্ড
ভারত বাংলাদেশ সংহতি পুরস্কার পেল নৈনামিক ব্যান্ড

 বিএনএ বিনোদন ডেস্ক: বর্তমান সময়ে ব্যান্ড সংগীতের যে কয়টি গ্রুপ আছে তাদের মধ্যে তরুনদের নিয়ে ঘটিত

দল অনেক জনপ্রিয়।যে কোন সম্মান, স্বীকৃতি কাজের আনন্দ বাড়িয়ে দেয় বহুগুণ! আর সেটা যদি দেশের সীমা ছাড়িয়ে দেশের বাইরে থেকে প্রাপ্ত হয় তাহলে সেই আনন্দের কথা বলাই বাহুল্য। এমনই এক প্রাপ্তির আনন্দে সিক্ত হয়েছে ‘নৈনামিক’ এর প্রতিটি সদস্যের হৃদয়।

ভারত বাংলাদেশ সংহতি পুরস্কার বিতরণ অনুষ্ঠান
ভারত বাংলাদেশ সংহতি পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কোলকাতার রোটারি সদনে ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ এবং কবিতা কার্নিভালের যৌথ আয়োজনে আয়োজিত এক অনন্য অনুষ্ঠানে এই বিরল সম্মান লাভ করেছে নৈনামিকের অন্যতম সংগীত পরিচালক ঋভু আনন। অনুষ্ঠানেই প্রধান আতিথি ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শ্রী পবিত্র সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক সোমিত বসু ও নৈনামিকের কর্ণধার, প্রধান নির্বাহী ‘গালিব হাসান’। এই সম্মাননার জন্য ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকদের প্রতি।

গালিব হাসান বলেন, ‘নৈনামিক’ এর সকল সদস্যের তাদের কাজের প্রতি দায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেলো। টিম নৈনামিক অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে, বাংলাদেশের আলোচিত তরুণ নাট্যনির্মাতা ইমন সাদী এর প্রতি। দেশের বাইরে থেকে প্রাপ্ত প্রথম স্বীকৃতি হিসেবে এই সম্মাননা আজীবন স্মরণে রাখবে ‘নৈনামিক’।
এই মঞ্চে বাংলাদেশ থেকে আরও যারা সেদিন সম্মাননা পেয়েছে তাঁদের মধ্যে আছেন কবি শান্তা মরিয়া , ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ ভুঁইয়া জনপ্রিয় লেখক,গান আড্ডা সাংস্কৃতিক সংগঠন,চিত্রনায়িকা পূজা চেরি ,গালিব হাসান নৈনামিক স্টুডিও (মিউজিক), মোঃ ফরহাদ হোসেন রাজনীতি ও ব্যাবসায়িক বাংলাদেশ।আবু সুফিয়ান ভূঁইয়া বিপ্লব পরিচালক ( নাটক)। মোঃ নুর নবী পাশা সবুজ সমাজসেবক, হাফিজুদ্দিন ভলেন্টিয়ার।
বিএনএ/ রিপন রহমান খাঁন

Loading


শিরোনাম বিএনএ