20.7 C
আবহাওয়া
৫:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে এক সপ্তাহে মাদকসহ গ্রেপ্তার ১৮৩

রাজধানীতে এক সপ্তাহে মাদকসহ গ্রেপ্তার ১৮৩


বিএনএ, ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘন্টা মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গত সাতদিনের জরিপে দেখা যায়-
১০মে ৩১ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ২০ টি।
১১মে ১৭ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ১৭ টি।
১২ মে ২০ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ১৪ টি।
১৩ মে ২৩ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ১৬ টি।
১৪ মে ৩৬ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ২৬ টি।
১৫ মে ২৭ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ২৩ টি।
১৬ মে ২৯ জন গ্রেপ্তার, মামলা হয়েছে ২৩ টি।

তাদের কাছ থেকে ইয়াবা, পুরিয়া হিরোইন, গাজা, দেশী মদ, ফেনসিডিল ইত্যাদি উদ্ধার করা হয়। মোট ১০৯ জনকে গ্রেপ্তার ও ১৪৮টি মামলা করা হয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ১২টি থানা ও ৬ হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে আজ ৫০টি থানা ও ৩৪ হাজার পুলিশ সদস্য নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অপরাধের ধরন। ডিএমপি অতি দক্ষতার সঙ্গে এসব অপরাধকে মোকাবিলা করেছে। এসব অপরাধ দমনে ক্রাইম বিভাগের পাশাপাশি ডিবি পুলিশও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এ ছাড়া জঙ্গি দমনেও দক্ষতার পরিচয় দেখিয়েছে ডিএমপি।

বিএনএনিউজ/ রেহানা ইয়াছমিন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ