23 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » জাবিতে সিনেমা উৎসব ‘একান্নবর্তী’ শুরু

জাবিতে সিনেমা উৎসব ‘একান্নবর্তী’ শুরু

জাবিতে সিনেমা উৎসব 'একান্নবর্তী' শুরু

বিএনএ, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান ফিল্ম সোসাইটির উদ্যোগে তিনদিন ব্যাপী সিনেমা উৎসব ‘একান্নবর্তী’ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) সকাল পৌনে ১০টায় সিনেমা উৎসবটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম ও বাংলা সিনেমার ব্যানার ডিজাইনার হানিফ পাপ্পু। সিনেমা উৎসব চলবে আগামী বৃহস্পতিবার (১৮) মে পর্যন্ত।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, চলচিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী প্রমূখ ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, একটি দেশের সমাজ, সংস্কৃতি ও রাজনীতি চলচ্চিত্রের মাধ্যমে ফুটে ওঠে। মানসম্পন্ন একটি চলচিত্র সমাজকে বদলে দিতে পারে। সাম্প্রতিক সময়ে চলচিত্রের অবস্থা কিছুটা নাজুক বলে মনে হয়। বহু সংখ্যক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। মানসম্পন্ন সিনেমার অভাবে দর্শকরা সিনেমা হল থেকে মূখ ফিরিয়ে নিয়েছে। এখন চলচ্চিত্রের সোনালী দিন ফিরিয়ে আনা জরুরি। সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলন এ অবস্থা ফিরিয়ে আনতে পারে।

অনুষ্ঠানের আয়োজকেরা জানান, সিনেমা উৎসবের প্রথম দিন মঙ্গলবার (১৬ মে) সকাল সাড়ে ১০টায় জহির রায়হান পরিচালিত উদ্বোধনী ফিল্ম স্টপ জেনসাইড প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত ছিলো। এরপর সকাল ১১টায় জহির থাকবে রায়হান মাস্টারক্লাস (ফিল্ম এপ্রিসিয়েশন কোর্স)। যেখানে মেন্টর হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। পরে বিকেল তিনটায় পলিসি ডিসকাশন- সাস্টেইনেবল ওয়ার্ক এনভায়রনমেন্ট ফর ওম্যান ইন দ্যা ফিল্ম ইন্ডাস্ট্রি আয়োজিত হবে। এছাড়াও বিকেল পাঁচটায় আরিফুর রহমান পরিচালিত ফিল্ম স্কুটি ও সন্ধ্যা সাতটায় খন্দকার সুমন পরিচালিত ফিচার ফিল্ম সাঁতাও প্রদর্শিত হবে।

সিনেমা উৎসবের ২য় দিন বুধবার (১৭ মে) সকাল ১০ টা থেকে দুপুর দুইটা স্ক্রিপ্ট ল্যাব চলবে। এটি সিনেমা উৎসবের ৩য় দিনও চলবে। পরে বিকেল পাঁচটা থেকে সাড়ে ছয়টা ডিরেক্টর্স রাউন্ড টেবিল আয়োজিত হবে।এছাড়ও বিকেল তিনটায় সিলেক্টেড শর্ট ফিল্ম ও সন্ধ্যা সাতটায় ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত ফিচার ফিল্ম মায়ার জঞ্জাল প্রদর্শিত হবে।

সিনেমা উৎসবের ৩য় দিন বৃহস্পতিবার (১৮ মে) বিকেল তিনটায় আর্টিস্ট টক আয়োজিত হবে। পরে বিকেল পাঁচটায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ফিচার ফিল্ম হাওয়া প্রদর্শিত হবে। ঐ দিন সন্ধ্যা সাতটায় থাকবে মুক্ত আলোচনা-সেন্সরশীপ বনাম গল্প বলার স্বাধীনতা। পরে ঐদিন রাত আটটায় পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সিনেমা উৎসব শেষ হবে। এছাড়াও রাত নয়টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে গানের আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, গড়াই ফিল্মসের প্রযোজক ও নির্মাতা ফাখরুল আরেফিন খান, বঙ্গ বিডি হেড অফ কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার প্রমূখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করবেন জহির রায়হান ফিল্ম সোসাইটির উৎসব পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক মাসউদ ইমরান মান্নু।

বিএনএ/সানভীর, ওজি

Loading


শিরোনাম বিএনএ