বিএনএ, ঢাকা(আদালত প্রতিবেদক): অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের রায়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ঢাকা-৭ আসনের সরকার দলীয় সংসদ সদস্য হাজী মো. সেলিম চলতি সপ্তাহে নিম্ন আদালতে আত্মসমর্পণ করছেন না।
সোমবার (১৬ মে) তার প্রধান আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।হাজী মো. সেলিম আগামী ২২ কিংবা ২৩ মে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানান এই আইনজীবী।
আগেই দেওয়া ঘোষণা অনুযায়ী হাজী সেলিমের আত্মসমর্পণের সময় কাছাকাছি আসার মধ্যেই হঠাৎ গণমাধ্যমে খবর আসে তিনি দণ্ড মাথায় নিয়ে ‘গোপনে দেশ ছেড়েছেন’। এনিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। তবে দেশ ছাড়ার খবরে সৃষ্ট আলোচনা-সমালোচনা শেষ না হতেই হুট করে দেশে ফিরেছেন হাজী সেলিম।
এর আগে গত ২৫ এপ্রিল হাজী সেলিমের অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের কপি বিচারিক আদালতে পাঠানো হয়। রায়ে হাজি সেলিমের জামিননামা বাতিল করতে নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়।
ফলে রায়ের শর্তানুযায়ী ৩০ দিনের মধ্যে অর্থাৎ আগামী ২৫ মে’র মধ্যে হাজী সেলিমকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
বিএনএ নিউজ/এসবি,ওজি