22 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অনুরোধ ফারাজ করিমের

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অনুরোধ ফারাজ করিমের

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর অনুরোধ ফারাজ করিমের

বিএনএ,চট্টগ্রাম: ফিলিস্তিন জুড়ে ইসরাইলি আগ্রাসনের ফলে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে নিরীহ মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম-৬ রাউজান আসনের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী। তিনি ফিলিস্তিন দূতাবাসের পক্ষ থেকে অর্থ এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী সরবরাহ করার আহ্বান জানান।

রোববার (১৬ মে) ফারাজ করিম চৌধুরী তার ফেইসবুক টাইমলাইনে আপলোড করা একটি ভিডিও বার্তায় তিনি অনুরোধ জানান। রাজধানী ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস ও বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতার ব্যাপারে আলোচনাও করেন তিনি।

ভিডিওতে তিনি বলেন, আমার আম্মাকে অনুরোধ করেছি ফিলিস্তিন দূতাবাসের সাথে সরাসরি কথা বলে দুটো নাম্বার নিতে। দূতাবাস ৪১০৮১৩৮২,৪০১৮০৮৪১ এই দুটো নাম্বার দিয়েছে। এই নাম্বার গুলোতে ফোন করে আলাপ করলে আমার পদক্ষেপ সম্পর্কে জানতে পারবেন। আমি দূতাবাসকে অনুরোধ করেছি বিকাশে টাকা গ্রহণ করার জন্য। তারা আমার প্রস্তাব গ্রহণ করেছেন।

তিনি বলেন, যারা ওষুধ দিয়ে সহযোগীতা করতে চান তারা ফিলিস্তিন দূতাবাসে সরাসরি পাঠিয়ে দিতে পারেন আর আমার কাছে পাঠালে আমি নিজ দায়িত্বে দূতাবাসে নিয়ে যাবো।

ফারাজ করিম বলেন, কাল রাত থেকে আজ পর্যন্ত অনেক মানুষ আমার এই প্রচেষ্টাকে সন্দেহের চোখে দেখেছে। ভালো কাজে বাঁধা আসে তা শুনেছি তবে তারপরও নিজের আত্মসম্মানে কিছুটা হলেও লেগেছে। তবে থেমে থাকার মানুষ আমি কখনোই ছিলাম না। আমার নিয়ত সৎ, সেখানে সমালোচনা কে ভয় করি না।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ