বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে কাজী আবুল হাশেম আবু (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী গ্রামে এ ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহাবুব মিল্কি জানান, সকালে জমিতে কাজ করার সময় ১০-১৫টি বন্য হাতির আক্রমণের শিকার হন কৃষক কাজী আবুল হাশেম আবু। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন