30 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে ১ হাজার কেজি নিষিদ্ধ সামুদ্রিক মাছ জব্দ

চট্টগ্রামে ১ হাজার কেজি নিষিদ্ধ সামুদ্রিক মাছ জব্দ


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে  ১ হাজার কেজি নিষিদ্ধ সময়ে আহরিত মাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে । মোবাইল কোর্টের মাধ্যমে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে বাকলিয়া থানার শাহ আমানত সেতুর শহরপাড় সংলগ্ন রাস্তা থেকে মাছগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. একরাম উল্লাহ।

অভিযানে নেতৃত্ব দেন ওসি একরাম উল্লাহ নিজেই। সঙ্গে ছিলেন এসআই বিকাশ সাহাসহ সঙ্গীয় ফোর্স। গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পুরাতন মিনি ট্রাক আটক করেন। ট্রাকটিতে ২০টি প্লাস্টিক ড্রামে করে পাতামাছ, ডগা পোয়া, ছোট চিংড়ি, ফাইস্যা ও লইট্যা মাছ পাচার হচ্ছিল। প্রতিটি ড্রামে গড়ে ৫০ কেজি করে মোট ১ হাজার কেজি মাছ পাওয়া যায়। বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা।

পরবর্তীতে সামুদ্রিক মৎস্য অধিদপ্তর, স্থানীয় আড়ৎ মালিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এসব মাছ জব্দ করা হয়। খাবার উপযোগী হিসেবে ২০০ কেজি মাছ চিহ্নিত করা হয়, যা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

বিএনএ

Loading


শিরোনাম বিএনএ