বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগের বউবাজার এলাকায় বাবার মারধর ও আছাড়ে পাঁচ বছরের মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । নিহত শিশুটির নাম জান্নাতুল (৫)। এই ঘটনায় শিশুটির বাবা লেগুনা চালক মো. রাসেলকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাদির শাহ দুপুরে বলেন, ‘গতকাল সোমবার বিকালে শিশুটির বাবা মো. রাসেল মেয়ে শিশুটিকে মারধর ও আছাড় মারে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়। স্বজন ও প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন । চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
তিনি আরও জানান, মাঝে মধ্যেই স্ত্রী ও মেয়েকে মারধর করতো রাসেল। গতকাল বিকালে শিশুটিকে তার মা নাসিমা ভাত খাওয়াচ্ছিল। তবে ভাত খেতে চাচ্ছিল না জান্নাতুল। বাবা রাসেল রাগান্বিত হয়ে মেয়েকে মারধর ও আছাড় মারে। এতে শিশুটির মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়।ঘটনার পরপরই প্রতিবেশীরা রাসেলকে ধরে থানায় খবর দেন। রাসেল থানায় আটক আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
জানা গেছে, সোমবার বিকালের দিকে হাজারীবাগ বউবাজার খালপাড়ের বাসায় ঘটনাটি ঘটে। সোমবার দিবাগত রাত সাড়ে ৪ টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে মারা যায় জান্নাতুল।শিশুটির বাবা মো. রাসেল লেগুনা চালক। মা নাসিমা আক্তার গৃহিনী। জান্নাতুল তাদের একমাত্র সন্তান ছিল। বর্তমানে হাজারীবাগ বউবাজার খালপাড় এলাকার একটি বাসায় ভাড়া থাকতো তারা।
বিএনএ/ ওজি