27 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » লিটার প্রতি ১০ টাকা বাড়ল সয়াবিন তেল

লিটার প্রতি ১০ টাকা বাড়ল সয়াবিন তেল


বিএনএ ডেস্ক : প্রতি লিটারে  বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা বেড়েছে।  বর্তমান ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে তেলের দাম। যা আজ থেকে কার্যকর হবে । সোমবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে।

আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকায়। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৮৪৫ টাকায়। আর প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩২ টাকা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ