বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে ভ্রাম্যামাণ আদালতের ৭ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে যান চলাচল ও যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ রাখতে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় এ জরিমানা করা হয়।
রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শহরের জিরো মাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম।
সড়ক পরিবহন আইনের ৬৬, ৭৫ ও ৭৭ ধারায় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রোড পারমিটের জন্য যথাক্রমে মামলা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে খাগড়াছড়ি বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কায়সার আলম ও ট্রাফিক পুলিশ পরিদর্শক সুপ্রিয় দেব উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম