25 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » এসএসসি ৮৫’ চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এসএসসি ৮৫’ চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


বিএনএ, চট্টগ্রাম : এসএসসি ৮৫’ চট্টগ্রাম ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আগ্রাবাদস্থ ওমেন চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে দেড় শতাধিক বন্ধু-বান্ধবী অংশগ্রহণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বেগমজান হাইস্কুলের ইসলাম ধর্ম বিষয়ক শিক্ষক মওলানা হেলাল উদ্দিন। পরে উপস্থিত এসএসসি ৮৫’ চট্টগ্রাম’এর বন্ধুরা সৌহার্দ্যপূর্ণ উৎসবমুখর পরিবেশে ইফতারে শরিক হন।

ইফতার আপ্যায়নের অগ্রণী ভূমিকা পালন করেন, হাদিদুর রহমান, জিএ রায়হান, ক্যাপ্টেন জামান সেলিম, মো: জসীম উদ্দিন, আশরাফ মাহমুদ,সাইমন এলবার্ট গোমেস, মোহাম্মদ আলমগীর, সালেহউদ্দিন সালু, মিজান মোর্শেদ, সারাহ তানভী, বিজয় দাস,সেলিনা বেগম,এনামুল কবির মিঠু, রতন দাস, শাকের পাপ্পু, এনস্লেম এল মার্টিন প্রমুখ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ