14 C
আবহাওয়া
১১:২১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ২৮ নং পাঠানটুলি ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুর এবং মোস্তাফা কামাল টিপুর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। এঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতি টের পেয়ে উভয়পক্ষ সরে যায়।

আহতদের মধ্যে আব্দুল মান্নান নামের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাহবুব নামের একজনকে মা ও শিশু হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মসসীন বলেন, বরফ ব্যবসায়ী আব্দুল মান্নানের পিতাকে আকবর, শহীদুলরা মিলে রাজাকার বলেছে। তার প্রতিবাদ করতে গেলে মান্নাকে পায়ে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আকবর নামে একজনকে আটক করা হয়েছে।

ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানান ওসি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ