31 C
আবহাওয়া
১:৩১ অপরাহ্ণ - মার্চ ১৬, ২০২৫
Bnanews24.com
Home » চার দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন অ্যান্তোনিও গুতেরেস

চার দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন অ্যান্তোনিও গুতেরেস

চার দিনের সফর শেষে আজ ঢাকা ছেড়েছেন অ্যান্তোনিও গুতেরেস

বিএনএ, ঢাকা: আজ ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সফরের দ্বিতীয় দিনে শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন । গুতেরেস লাখো রোহিঙ্গাদের সাথে ইফতারে অংশ নেন। তৃতীয় দিনে সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন । পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন । সংবাদ সম্মেলনের পর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে।

অ্যান্তোনিও গুতেরেস এসময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন । পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ