17 C
আবহাওয়া
১০:০৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে উপ-নির্বাচ‌নে ইউসুফ ইউপি সদস‌্য নির্বাচিত

মিরসরাইয়ে উপ-নির্বাচ‌নে ইউসুফ ইউপি সদস‌্য নির্বাচিত

মিরসরাইয়ে উপ-নির্বাচ‌নে ইউসুফ ইউপি সদস‌্য নির্বাচিত

বিএনএ, মিরসরাই : মিরসরাইয়ের ১৬ নং সা‌হেরখালী ইউনিয়‌নের ৯ নং ওয়ার্ডের উপ‌নির্বাচন সম্পন্ন হ‌য়ে‌ছে। নির্বাচ‌নে টিউবও‌য়েল প্র‌তীক নি‌য়ে স‌র্বোচ্চ ৩৪৭ ভোট পে‌য়ে বেসরকারীভা‌বে ইউপি সদস‌্য নির্বাচিত হ‌য়ে‌ছেন মো ইউসুফ। তার নিকটতম প্র‌তিদ্বন্দ্বী মোহাম্মদ সোলায়মান হো‌সেন ফুটবল প্র‌তীক নি‌য়ে ২১৪ ভোট পে‌য়েছেন।

বৃহ‌স্পতিবার (১৬ মার্চ) সকাল সা‌ড়ে ৮টা থে‌কে পূর্ব‌ডোমখালী সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল সা‌ড়ে ৪ট‌ায়। ১৬৪১ জন ভোট‌ারের ম‌ধ্যে ভোট প্র‌য়োগ ক‌রেন ৮৫২ জন । এছাড়া ভোট প্রদান থে‌কে‌ বিরত থা‌কেন ৭৮৯ জন।

বিজয়ী প্রার্থী মো ইউসুফ ব‌লেন, ভোট অত‌্যান্ত সুষ্ঠু হয়ে‌ছে। তাই জিত‌তে পে‌রে‌ছি। মানুষ পছ‌ন্দের ব‌্যক্তি‌কে ভোট দি‌তে পে‌রে‌ছে। আমি তা‌দের কা‌ছে কৃতজ্ঞ যারা আমা‌কে ভোট দি‌য়ে নির্বা‌চিত ক‌রে‌ছেন। সা‌থে সা‌থে তা‌দের কা‌ছেও কৃতজ্ঞ যারা অন‌্য প্র‌তিদ্ব‌ন্দ্বীদের ভোট‌ দি‌য়ে নির্বাচ‌নকে তুমুল প্র‌তি‌যোগিতার প‌রি‌বেশ উপহার‌ দি‌য়ে‌ছেন। এখন সক‌লের দোয়া ও স‌হযোগীতায় মানু‌ষের সেবা কর‌তে চাই।

মিরসরাই উপ‌জেলা নির্বাচনী কর্মকর্তা ফারুক‌ হো‌সেন জানান, এক‌টি মাত্র কেন্দ্র হওয়ায় ভো‌টের প‌রি‌বেশ ছিল সম্পূর্ণ নিয়ন্ত্র‌ণে। কোন প্রকার আইনশৃঙ্খলার অবনতি ঘ‌টেনি।

বিএনএ/ আশরাফ উদ্দিন ,ওজি

Loading


শিরোনাম বিএনএ