বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম): কালুরঘাট সেতুর পূর্বপ্রান্তের উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কায় খেয়ে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকের একটি পিকআপ কালুরঘাট সেতু পার হয়ে বোয়ালখালী আসার পথে এ দূর্ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা নরশিদ (১৫), রবিন (১৩) ও রাহাত (১৮) সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে গাড়ি থেকে সড়কে পড়ে যান। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আলী আজগর বলেন, আহতদের মধ্যে দুইজন মাথায় আঘাত পেয়েছেন। অপরজন শরীরে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মো. রবিন জানান, নগরীর অলংকার মোড় থেকে সাউন্ড সিস্টেম নিয়ে বোয়ালখালী একটি অনুষ্ঠানে যাচ্ছিলাম। পিকআপে সাউন্ডবক্স ও অন্যান্য সরঞ্জামসহ তিন কর্মী বসেছিলেন। উচ্চতা প্রতিবন্ধকের সাথে ব্যানার থাকায় তা দেখতে পাননি চালক। ফলে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সাউন্ড সিস্টেম কর্মীরা।
বিএনএ/ বাবর মুনাফ, ওজি