16 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়ায় আরসার দুই সদস্য আটক

উখিয়ায় আরসার দুই সদস্য আটক

আটক

বিএনএ, কক্সবাজার: মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১৫ মার্চ) রাতে কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ১৮ নম্বর ক্যাম্পের জিয়াউর রহমান ও একই ক্যাম্পের মো. শাকের। দুজনের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে।

শামসুল আলম খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পের ১৮ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে আরসার দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনকেই উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএ/শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ