15 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » বাবাকে ভিডিও কলে রেখে মেয়ের আত্মহত্যা

বাবাকে ভিডিও কলে রেখে মেয়ের আত্মহত্যা


বিএনএ, কক্সবাজার : প্রবাসী বাবাকে ভিডিও কলে নিজ সমস্যার কথা জানাতে চেয়েছিলেন মেয়ে। তবে বাবা তাতে ভ্রুক্ষেপ করেননি। তাই অভিমানে বাবাকে ভিডিও কলে রেখেই কাদিরা সুলতানা রুমি (২৪) নামের ঐ নারী আত্মহত্যা করেছেন।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর নাপিতখালি এলাকার প্রবাসী আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশll

ঈদগাঁও থানার এসআই মোঃ জুয়েল সরকার জানান, ঘটনার আগ মুহূর্তে রুমি তার বাবার সাথে ভিডিও কলে কথা বলে সমস্যার কথা জানান। এক পর্যায়ে বাবা বিরক্তবোধ করে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পূনরায় কল দিলে রিসিভ করে মোবাইল এক পাশে ফেলে রাখে বাবা আবুল কালাম৷ অভিমান সহ্য করতে না পেরে বাড়ির রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে ।

স্বজনরা জানায়, ৫ বছর আগে বিয়ে হয়েছিল রুমির। ৪ বছরের একটা সন্তানও রয়েছে তার । বিয়ের তিন বছর পর বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকে বিষন্নতায় ভুগছিল রুমি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ