15 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় পৃথকসড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন৷

বুধবার (১৫ মার্চ) রাত ৯ টা ও ১০ টার দিকে কাস্টম টিভি টাওয়ার এলাকার ঢালুতে পৃথক দুটি ঘটনা ঘটে।

রাত ৯ টায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাফি মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুই পথচারী।

অন্যদিকে রাত ১০ টার দিকে এম্বুলেন্স উল্টে আরো দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে একজন৷

তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রথম ঘটনায় নিহত রাফি থাইংখালী তাজনিমার খোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, বুধবার রাত রাতে টিভি টাওয়ার ঢালুতে ট্রাক ও পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হওয়ার কিছুক্ষণ পর একটি অ্যাম্বুলেন্স উল্টে মা-ছেলে নিহত হয়েছে । তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। তিনি জানান, পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন তিনজন৷ ঘটনার সাথে সাথে সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি জব্দ করা হয়েছে।

বিএনএ/শাহীন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ