বিএনএ ডেস্ক : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বুধবার (১৬মার্চ) রাশিয়া এবং বৃহস্পতিবার(১৭মার্চ) ইউক্রেন সফর করবেন।
তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোগান মন্ত্রিসভার বৈঠক শেষে মঙ্গলবার সাংবাদিকদের এ সব তথ্য জানান।
আঙ্কারা দুই যুদ্ধকারী পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার সুবিধার্থে তিনি(মেভলুত) এ সফর করছেন। খবর মস্কোটাইমস।
তুর্কি নেতা বলেন, “(কাভুসোগলু) উভয় পক্ষের সাথে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি ও শান্তি অর্জনের জন্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন।”
ন্যাটো সদস্য তুরস্ক, যার রাশিয়া এবং ইউক্রেনের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে, তারা এই সংঘাতে মধ্যস্থতা করে একটি আঞ্চলিক শক্তির দেশ হিসাবে তার নিজেকে প্রমাণ করতে চাইছে।
রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার এর মধ্যে প্রথম আলোচনার আয়োজন করেছিল তুরস্ক।
এরদোগান আরও বলেছেন যে তিনি বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রজেজ দুদার সাথে দেখা করবেন।
বিএনএনিউজ২৪,জিএন