14 C
আবহাওয়া
৯:৩৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » মাস্ক ব্যবহার না করায় ফেনীতে ১৩ জনকে জরিমানা

মাস্ক ব্যবহার না করায় ফেনীতে ১৩ জনকে জরিমানা

করোনার ঊর্ধ্বমুখী প্রভাবে মাস্ক পরা নিশ্চিতে ডিসি-ইউএনওদের নির্দেশনা

বিএনএ,ফেনী:  ফেনীসহ সারাদেশে করোনার প্রকোপ আবারও বেড়ে চলেছে, তাই মানুষকে সচেতন করতে প্রশাসন আবারও মাঠে সক্রিয় হয়েছে। মাস্ক না পরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় ১৩ জনের জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রামাম্যাণ আদালত এ জরিমানা করেন।

তমালিকা পাল বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১৩ জনকে ২০০ টাকা হারে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দণ্ডিত ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ফেনী জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ