25 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » মহিলা লীগ নেত্রী গ্রেফতার

মহিলা লীগ নেত্রী গ্রেফতার

আওয়ামী লীগের সভানেত্রী রিতা খান

ঢাকা: ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত তুরাগ থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রিতা খানকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (ফেব্রুয়ারি ১৬ ২০২৫) সন্ধ্যায় ৭টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, আমাদের কাছে অনেক ফুটেজ আছে। উত্তরার মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে তার ব্যাপক ভূমিকা ছিল। গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরেই রিতাকে খুঁজছিলাম আমরা। উত্তরা ৭ নম্বর সেক্টরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ