25 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নারী নিহত

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নারী নিহত

রোহিঙ্গা ক্যাম্প

বিএনএ, কক্সবাজার:কক্সবাজারের উখিয়ার আশ্রয় ক্যাম্পে দুর্বৃত্তদের পৃথক গুলি ও হামলায় এক রোহিঙ্গা নারী নিও একটি শেডের হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-১২ তে পৃথক এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত নুর কায়েস (২৫) উখিয়ার ক্যাম্প-৮ ব্লক- বি/৫৭’র নজুমদ্দিনের স্ত্রী ও আহমদ হোসেনের মেয়ে। গুলিবিদ্ধ হেড মাঝি আব্দুর রহিম (৩৮) ক্যাম্প-১২ এর মৃত করিম উল্লাহর ছেলে। তিনি ক্যাম্প-১২ হেড মাঝির দায়িত্বপালন করছিলেন।

নিহত নুর কায়েসের মা হাজেরা খাতুন জানান, সকালে ক্যাম্প-৮ এলাকায় তার মেয়েকে আরফাত হোসেন নামে এক রোহিঙ্গা মাথার বামপাশ ঠেকিয়ে একটি গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ নূর কায়েসকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই বলে দাবি হাজেরা খাতুনের।

ক্যাম্প সূত্র জানায়, গুলি করা আরফাত হোসেন টেকনাফের শালবাগান ক্যাম্প এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ক্যাম্প-৮/ইস্ট, ব্লক-৫৭ এ বোন- নুর হাবা ও ভগ্নিপতি মাহমুদুল হকের বাসায় বাস করেন। কিন্তু কেন তিনি নুর কায়েসকে গুলি করলো সেটা অজানা। তবে, আরাফাতকে অনেকে আরসার সদস্য বলে চিনেন।

অপরদিকে, ক্যাম্প-১২ এর এইচ-৪ ব্লক হেড মাঝি আব্দুর রহিমকে দুপুর ১২টার দিকে ময়নারঘোনা ক্যাম্প এলাকায় অস্ত্র হাতে মুখোশ পরা ৪-৫ জনের একটি দুর্বৃত্ত দল মাথায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়েন সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, ক্যাম্প এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় এক সাধারণ রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। দুপুরে ক্যাম্প-১২তে গুলিবিদ্ধ হয়েছেন হেড মাঝি। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প-৮ ও ১২ থেকে খবর আসার পর নিহত নুর কায়েসের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে দুর্বৃত্তের গুলিবিদ্ধ ব্লক হেড মাঝি আবদুর রহিমকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনএ/ শাহীন

 

Loading


শিরোনাম বিএনএ