22 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

রামপালে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু


বিএনএ, বাগেরহাট: বাগেরহাটের রামপালে কয়লা সংকটে প্রায় একমাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩ মিনিটে কেন্দ্রটি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। পর্যায়ক্রমে এটি বাড়িয়ে প্রথম ইউনিট ৬৬০ মেগাওয়াটে নিয়ে যাওয়া হবে।

চালু হওয়ার পর জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রটি। পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, মূলত কয়লার সরবরাহ নিশ্চিত হওয়ায় কেন্দ্রটি চালু করা হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি একটি কয়লাবাহী জাহাজ ৩০ হাজার টন কয়লা নিয়ে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে ভিড়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি ৫০ হাজার টন কয়লা নিয়ে আরেকটি কয়লাবাহী জাহাজ এসে পৌঁছানোর কথা রয়েছে।

গত ১৭ ডিসেম্বর রাতে রামপালের প্রথম ইউনিট থেকে শুরু হয় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ। পরে ২৭ দিনের মাথায় গত ১৪ জানুয়ারি কয়লা সংকটে বন্ধ হয়ে যায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। তবে কয়লা আমদানি শুরু হওয়ায় অবশেষে কাটলো সংকট।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু রাখতে দৈনিক প্রয়োজন পাঁচ হাজার মেট্রিক টন কয়লা। গত ৯ ফেব্রুয়ারি রাতে রামপালে আসে ৩০ হাজার মেট্রিক টন কয়লার জাহাজ। আগামী ১৮ ফেব্রুয়ারি আরও ৫০ হাজার মেট্রিক টন কয়লার চালান আসার কথা।

বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে বাগেরহাটের রামপালে নির্মিত হয়েছে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎকেন্দ্র। উৎপাদন শুরু হওয়া প্রথম ইউনিটের ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। আর এখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়নি বাকি ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিট।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ