16 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার

বোয়ালখালীতে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার


বিএনএ, বোয়ালখালী : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুরি খাল থেকে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ভারাম্ভা খালের বড়ুয়াপাড়া অংশে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া মরদেহটি ফৌজিয়া ফারিহা রাফি (২২)-র।সে স্যার আশুতোষ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ও খরণদ্বীপ মুন্সীপাড়ার আনোয়ার আজিম মাস্টারের বাড়ির এটিএম আনসার উল্লাহর মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালীর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের বড় বোনের সঙ্গে ঝগড়া হয় রাফির। ঝগড়ার পর রাগ করে ঘর থেকে বের হয়ে যায় সে। পরিবারের লোকজন রাতভর তার সন্ধান পায়নি।

পরে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে। নিহত কলেজ ছাত্রীর শরীরে আঘাতের কোন চিহ্ন নেই বলেও জানান তিনি।

বিএনএনিউজ/ মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ