27 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৯ম দিনে টিকা নিলেন ১৮ হাজার ৩৪৩ জন

চট্টগ্রামে ৯ম দিনে টিকা নিলেন ১৮ হাজার ৩৪৩ জন

চট্টগ্রামে ৯ম দিনে টিকা নিলেন ১৮ হাজার ৩৪৩ জন

বিএনএ,চট্টগ্রাম:  চট্টগ্রামে ৯ম দিনে করোনার টিকা গ্রহণ করেছে ১৮ হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত টিকা নিয়েছে ৯৬ হাজার ৩৯০ জন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, আজ (মঙ্গলবার) চট্টগ্রাম নগরে করোনা টিকা নিয়েছে ৮ হাজার ২৮০ জন ও বিভিন্ন উপজেলার ১০ হাজার ৬৩ জন। নগর ও ১৪ উপজেলা মিলে সর্বমোট করোনা টিকা নিয়েছেন ১৮ হাজার ৩৪৩ জন।

চট্টগ্রাম নগরের ১১ টি কেন্দ্রে ৮ হাজার ২৮০ জন করোনা টিকা নিয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৫৯৫ জন পুরুষ ও ২ হাজার ৬৮৫ জন মহিলা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৫২৪ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২ হাজার ৬ জন, বিমান বাহিনী হাসপাতালে ২৩০ জন, নৌবাহিনী হাসপাতালে ৬৬০ জন, সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১৮ জন, বাংলাদেশ মিলিটারি (বিএম) হাসপাতালে ৫০ জন, চট্টগ্রাম পুলিশ হাসপাতালে ২৭০ জন, চসিক জেনারেল হাসপাতালে ১ হাজার ৫৩০ জন, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালে ৫৯০ জন, চসিক বন্দরটিলা মাতৃসদন হাসপাতালে ৬৩২ জন এবং চসিক সাফা মোতালেব হাসপাতালে ৬৭০ জনকে করোনার টিকা দেয়া হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রাম জেলার ১৪ উপজেলায় ১০ হাজার ৬৩ জনের মধ্যে টিকা নিয়েছেন ৬ হাজার ৪০০ জন পুরুষ ও ৩ হাজার ৬৬৩ জন নারী। উপজেলার লোহাগাড়ায় ৩৪০ জন, রাঙ্গুনিয়ায় ৮৯০ জন, ফটিকছড়িতে ৬৪০ জন, বাঁশখালীতে ৫১৭ জন, আনোয়ারায় ৯২৯ জন, সীতাকুণ্ডে ২ হাজার ২২ জন, সাতকানিয়ায় ১ হাজার ৯ জন, রাউজানে ১৬৯ জন, মিরসরাইয়ে ৭১৫ জন, চন্দনাইশে ৫৮০ জন, বোয়ালখালীতে ৯৯৮ জন, হাটহাজারীতে ১৮০ জন, সন্দ্বীপে ২৮০ জন, পটিয়াতে ৭৯৪ জন টিকা গ্রহণ করেছে।

উল্লেখ, এর আগের দিন সোমবার (১৫ ফেব্রুয়ারি) টিকা নিয়েছিলেন ২১ হাজার ৪৮৭ জন। এ পর্যন্ত করোনা টিকা নিতে আবেদন করেন ১ লাখ ৫৮ হাজার ৪৮৩ জন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ