29 C
আবহাওয়া
১২:০৮ অপরাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » তামিম-তানভীরের নৈপুণ্যে জয়ের ধারায় ফিরলো ফরচুন বরিশাল

তামিম-তানভীরের নৈপুণ্যে জয়ের ধারায় ফিরলো ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

ঢাকা: স্পিনার তানভীর ইসলামের বোলিং ও অধিনায়ক তামিম ইকবালের ব্যাটিং নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে জয়ের ধারায় ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৮ উইকেটে হারায় বরিশাল।

পয়েন্ট তালিকার অবস্থান

এই জয়ে ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বরিশাল। অন্যদিকে, প্রথম সাত ম্যাচে টানা হারের পর একবার জয় পেলেও আবারও হারলো ঢাকা। ৮ ম্যাচে ১ জয় ও ৭ হারে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রয়েছে তারা।

ঢাকার ব্যাটিং বিপর্যয়

টস জিতে ব্যাট করতে নেমে ২৮ বলে ৩১ রানের ভালো সূচনা করেছিলেন ঢাকার দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস। তবে আগের ম্যাচে দুর্বার ব্যাটিং করা লিটন এদিন তেমন সুবিধা করতে পারেননি। ১৭ বলে মাত্র ১৩ রান করে বরিশালের পেসার রিপন মণ্ডলের বলে আউট হন তিনি।

এরপর ঢাকার ব্যাটিং লাইনআপ তানভীর ইসলামের ঘূর্ণিতে ধসে পড়ে। বাঁ-হাতি এই স্পিনার মধ্য ওভারে সাব্বির রহমান (১০), অধিনায়ক থিসারা পেরেরা (০) এবং মোসাদ্দেক হোসেনকে (১১) আউট করেন।

তানজিদ একপ্রান্ত আগলে রেখেছিলেন এবং ৩৯ বলে নিজের নবম টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৪৪ বলে ৬২ রান করে ফাহিম আশরাফের বলে আউট হন তিনি। তানজিদের ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা।

শেষদিকে ফারমানুল্লাহ ১৬ বলে ২২ রান করেন, যা ঢাকাকে ১৩৯ রানের সম্মানজনক সংগ্রহে পৌঁছাতে সহায়তা করে। পুরো ইনিংসে ১৯.৩ ওভারে অলআউট হয় ঢাকা।

তানভীরের দুর্দান্ত বোলিং

তানভীর ইসলাম ৩ ওভারে ৩৯ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া ফাহিম আশরাফ ২৩ রানে ২ উইকেট নেন।

তামিমের দারুণ নেতৃত্বে জয়

১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় বরিশাল। ঢাকার পেসার আবু জায়েদ ২ রানে নাজমুল হোসেন শান্তকে আউট করেন। তবে আরেক ওপেনার তামিম ইকবাল এবং ডেভিড মালান ধাক্কা সামলে নেন।

১৫তম ওভারে তামিম ৪৪ বলে নিজের ৫৩তম টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। ১৬তম ওভারে থিসারা পেরেরার বলে বোল্ড হওয়ার আগে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬১ রান করেন তিনি।

দ্বিতীয় উইকেটে মালানের সঙ্গে ৮০ বলে ১১৭ রানের জুটি গড়ে বরিশালের জয়ের ভিত তৈরি করেন তামিম। এরপর ৬ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ২৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন ডেভিড মালান (৪৯*) এবং জাহানদাদ খান (১৩*)।

ম্যাচ সেরা তামিম

ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য তামিম ইকবাল ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ