20 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, ঢাকা : রাজধানীর কামরাঙ্গীরচরে পুর্ব রসুলপুর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে সালমা আক্তার (১৬) নামের  এক শিক্ষার্থী গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সালমা হাজারীবাগ সালেহা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী শিক্ষার্থী ছিল।

নিহতের মা রিনা আক্তার জানান, আমার  স্বামী সৌদি প্রবাসী। আমার মেয়ে খুবই জেদি প্রকৃতির ছিল, সকালে না খেয়েই স্কুলে চলে  যায় । পরে স্কুল থেকে বাসায় আসলে আমি মেয়ে কে খাবার কথা বলি এবং একটু বকা দেই। পরে আমার উপর অভিমান করে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে দেখতে পেয়ে দ্রুত তাকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় । অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার মেয়েকে মৃত ঘোষণা করেন। তিনি কান্না করতে করতে বলেন আমি এখন কাকে নিয়ে থাকবো।

তিনি আরও জানান,আমাদের গ্রামের বাড়ি, লক্ষ্মীপুর সদর জেলার বদরপুর গ্রামে। বর্তমানে পূর্ব রসুলপুর ৮ নং গলি মুস্তাকিম মিয়ার বাসায় ভাড়া থাকি আমার এক ছেলে এক মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ