বিএনএ, ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগসহ ১৪ দল এবং জাতীয় পার্টিকে আজকের বৈঠকে ডাকা হবে না বলে আগেই জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হবে।
গত মঙ্গলবার উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, ঘোষণাপত্র নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি সরকার। অনানুষ্ঠানিকভাবে অনেকের সাথে ঘোষণাপত্র নিয়ে কথা হয়েছে। অধিকাংশ বিষয়ে তারা একমত। তবে কিছু জায়গায় ভিন্ন মত রয়েছে। সর্বদলীয় বৈঠকে ঐক্যমত্যের ভিত্তিতেই একটি দলিল তৈরি করা হবে।
গত ৩১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিল। ঘোষণাপত্র প্রকাশের আগের দিন রাতে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানানো হয়। এরপর সেদিন রাতে দফায় দফায় নিজেদের মধ্যে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচির ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, শহীদ মিনারে সেই কর্মসূচি থেকে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়। এরপর গত ৯ জানুয়ারি উপদেষ্টা মাহফুজ আলম জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করবে সরকার।
বিএনএনিউজ / আরএস/শাম্মী