বিএনএ ডেস্ক : তদন্ত শেষ না হতেই জামিনে মুক্তি পেয়েছে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী জাকারিয়া বিন হোসেন। জাকারিয়া বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।
জামিনে মুক্ত জাকারিয়া বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশংকা করছেন বাদীসহ সংশ্লিষ্টরা। এ ছাড়া ধর্ষণের শিকার নারীও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ রয়েছে, জাকারিয়ার এক আত্মীয় প্রভাব খাটিয়ে তাকে জামিনে মুক্ত হতে সাহায্য করেন। জাকারিয়ার পিতা- মাতা বর্তমানে কানাডায় অবস্থান করছে।
উল্লেখ্য, ধর্ষণের অভিযোগে ঢাকার রামপুর থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয় জাকারিয়া । ধর্ষিতা নিজেই বাদী হয়ে এ মামলা করে।১৩ জানুয়ারি ধর্ষণের আলামত পরীক্ষার জন্য আসামীর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু অভিযোগে উঠেছে তদন্ত শেষ না হতেই তাকে জামিনে মুক্তি দেয়া হয়।
বিএনএনিউজ