বিএনএ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফেনী জেলা আওয়ামী লীগ।মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে নেতাকর্মীরা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর নবনির্বাচিত সংসদ সদস্য নাসিম চৌধুরী ও নিজাম উদ্দিন হাজারী সমাধি বেদীর পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে তিনি বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা নওয়াব আলী এ মোনাজাত পরিচালনা করেন।
এসময় ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ দলীয় ১৫’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ফেনীর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাক্তার জাহান আরা আরজু, নিজাম উদ্দিন হাজারী এমপির সহধর্মীনি দেলআফরোজ বেগম, কন্যা স্নিগ্ধা হাজারী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব শেখ আবদুল্লাহ, কার্যকরী সদস্য মিজানুর রহমান মজুমদার, আলহাজ্ব গণি আহমেদ, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল করিব রতন, ফেনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সোনাগাজী উপজেলা আওয়ামীরীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকের রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম বাবু, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আলিম, ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার, ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুন খান, ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, সাধারণ সম্পাদক ও ফেনী জেলা পরিষদের সদস্য ওমর ফারুক, পরশুরাম উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য শফিকুল হোসেন মহিম, যুবলীগ নেতা ইয়াছিন শরীপ মজুমদার, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্যাহ মজুমদার, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর রাসুল আহমেদ মজুমদার স্বপন, ছাগলনাইয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম, মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিনু, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু, ছাগলনাইয়া উপজেলা ছাত্র লীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টো, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল সহ ফেনী জেলা ও বিভিন্ন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ ফেনী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গিয়েছিলেন।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।